
প্রশ্ন:- ‘গল্পটা বারকয়েক গুরুর দুয়ারেতেও শুনেছি’- কে শুনেছেন ? কোন গল্পটা, গল্পটা সংক্ষেপে লেখো।
উত্তর:- কর্তার সিং দুগ্গালের লেখা ‘ অলৌকিক’ গল্পের লেখক স্বয়ং শুনেছিলেন।গল্পটি হল শীর্ষ মর্দানার তৃষ্টা নিবারণ করা এবং বলি কান্ধারি কর্তৃক নিক্ষেপ করা পাথরের চাউরাটি গুরু নানকের হাত দিয়ে থামিয়ে দেওয়া। এই গল্পটির লেখক গুরুর দুয়ারেতেও বার কয়েক শুনেছিলেন।
¤ হাসান আব্দালের জঙ্গলে গুরু নানকের শিষ্য মর্দানার একবার খুব জল তৃষ্ণা পায়। গুরু তাকে নানা রকম ভাবে বোঝানোর চেষ্টা করলেন। কিন্তু মর্দানা গুরুর কোন কথা না শুনতে চাইলে মর্দানাকে তার গরু বলী কান্দারী দরবেশে পাঠান। এবং সেইখান থেকে অপমানিত হয়ে ফিরে আসতে হয় মর্দানার বারংবার। মর্দানা জলের জন্য একান্ত মরিয়া হয়ে ওঠায় সে তাকে মাটি থেকে একটি পাথর তুলতে বলে এবং সেই পাথর তোলা মাত্রই তার নিজ থেকে ঝরনার জলের মতো জল বেরিয়ে আসে।
¤ এইসব কান্ড বলী কান্দারীর পাহাড়ের উপর থেকে দেখে এক বিশাল আকারের পাথরের চাউর ফেলে দেয়। সেই পাথরের চাউর গড়িয়ে গুরু দলের কাছে এগিয়ে আসায় সে হাত দিয়ে থামিয়ে দেয়। তারপর থেকেই সে হাসান আব্দালের জঙ্গল গুরু পাঞ্জা নামে পরিচিত হয়। এই গল্পটাই গুরুর দুয়ারেতে বারকয়েক সোনানো হয়েছে।
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত প্রশ্নের উত্তর – HS Bengali All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ– ” এই ভোরের জন্য অপেক্ষা করছিল সে “- কি অপেক্ষা করছিল ? তার পরিণতি কি হয়েছিল ? Click Here
প্রশ্নঃ– “শিকার ” কবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও। Click Here