” ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই না কি ” ? আলেকজান্ডার কে ছিলেন ? একলাই না কি ? বলতে কবি কি বুঝিয়েছেন ?

ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই না কি ? আলেকজান্ডার কে ছিলেন ? একলাই না কি ? বলতে কবি কি বুঝিয়েছেন ?
ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই না কি ? আলেকজান্ডার কে ছিলেন ? একলাই না কি ? বলতে কবি কি বুঝিয়েছেন ? – HS Bengali Question & Answer
WhatsApp Channel Join Now

 

প্রশ্ন:- ” ভারত জয় করেছিল তরুণ আলেকজান্ডার / একলাই না কি ” ? আলেকজান্ডার কে ছিলেন ? একলাই না কি ? বলতে কবি কি বুঝিয়েছেন ?

উত্তর:- গ্রিক সম্রাট আলেকজান্ডার ম্যাসিডনের রাজা ছিলেন। তার বাবার নাম ছিল ফিলিপ। তিনি ৩২৬ খ্রি: পূর্বাব্দে হিন্দু নদ অতিক্রম করে ভারত আক্রমণ করে।

¤ কবি ব্রেখট বিভিন্ন ঐতিহাসিক কাহিনীর আড়ালে সাধারণ মানুষের অতুলনীয় অবদানের দিকটিকে ফুটিয়ে তুলতে চেয়েছেন তার কবিতায়। সমর কৃশলী গ্রীক বীর আলেকজান্ডারের নাম ইতিহাসে স্বর্ণাক্ষরে লেখা রয়েছে। তার পারদর্শিতায় রাজা দরবেশ থেকে সকলেই পরাজিত হয়েছিলেন। ছোট ছোট রাজ্যের রাজারা বিনা যুদ্ধেই বশ্যতা স্বীকার করেছিলেন। কিন্তু আলেকজান্ডারের এই সাফল্য শুধুমাত্র তার বীরতা জন্য হয়নি এই সাফল্যের মূল কারণ ছিল তার সুদক্ষ ও সাহসী বিপুল সৈন্যদল।

¤ কারণ একলা আলেকজান্ডার এর পক্ষে ইতিহাসের নায়ক হওয়া সম্ভব ছিল না।। ঠিক তেমন যুদ্ধবিদ্যায় পারদর্শী গণ জাতিকে পরাজিত করা জুলিয়াস সিজারের পক্ষে অসম্ভব ছিল। নিদেন একটা রাঁধুনি ছিল। বলার মধ্য দিয়ে সিজারের যুদ্ধ জয়ে অসংখ্য মানুষের কৃতিত্বের বিষয়টিকে খুবই স্পষ্ট করেন। অথচ ইতিহাসের পাতায় সব সময় ক্ষমতাবান ব্যক্তির শ্রেষ্ঠত্বকেই স্বীকৃতি দেওয়া হয়েছে। কিন্তু যেকোন সাফল্যের মূলে লুকিয়ে থাকা সাধারণ মানুষের কথা উপেক্ষিতই থেকে যায়। প্রশ্নধৃত অংশটি মজুরের জিজ্ঞাসার মাধ্যমে ইতিহাসের এই অন্ধকার দিকটিকেই আলোকপাত করে।

 

উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত প্রশ্নের উত্তর – HS Bengali All Question And Answer – আরো দেখুন

প্রশ্নঃ– ” এই ভোরের জন্য অপেক্ষা করছিল সে “- কি অপেক্ষা করছিল ? তার পরিণতি কি হয়েছিল ? Click Here

প্রশ্নঃ– “শিকারকবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও। Click Here

Leave a Comment