
প্রশ্নঃ- ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো।
উত্তরঃ-
ভূমিকা:- ভারতীয় যুক্তরাষ্ট্রের বিভিন্ন আদালতের মধ্যে ক্রেতা আদালত এক বিশেষ ধরনের আদালত। ১৯৮৬ সালে ক্রেতা বা Consumer বা উপভোক্তাদের স্বার্থ সুরক্ষিত রাখার জন্য ক্রেতা সুরক্ষা আইন প্রণয়ন করা হয়। সেই আইন অনুসারে ক্রেতা আদালত গঠিত হয়। ভোগবাদী সমাজে জীবন ধারণের প্রয়োজনে মানুষ বিনোদনের তাগিদে বিভিন্ন ভোগ পণ্য বা পরিষেবা ক্রয় করে থাকে। এই পরিষেবায় কিছু অসাধু ব্যবসায়ী তাদের অসাধু উদ্দেশ্য সফল করতে ক্রেতাদের প্রতারিত করে, তখন ক্রেতারা আদালতের দারস্ত হয় তাকে ক্রেতা সুরক্ষা আদালত বলে।
গঠন:-
১৯৮৬ সালে প্রণীত ক্রেতা সুরক্ষা আইন মোতাবেক ভারতের ক্রেতাদের স্বার্থ সুরক্ষার জন্য তিনটি স্তরে তিন ধরনের ক্রেতা আদালত গঠন করা হয়েছে। যথা:-
১) জেলা স্তরের ক্রেতা সুরক্ষা আদালত।
২) রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা আদালত।
৩) জাতীয় স্তরের ক্রেতা সুরক্ষা আদালত।
১) জেলা স্তরের ক্রেতা সুরক্ষা আদালত:-
রাজ্য সরকার জেলা স্তরের ক্রেতাদের সুরক্ষার স্বার্থে যে সংজ্ঞা গঠন করে তা জেলা ক্রেতা সুরক্ষা আদালত নামে পরিচিত। রাজ্য সরকার প্রয়োজন মনে করলে জেলায় একাধিক ক্রেতা সুরক্ষা আদালত গঠন করতে পারে। জেলা ক্রেতা আদালত তিন জন সদস্য নিয়ে গঠিত হয়। এর সভাপতি হলেন জেলা জজ। ২০ লক্ষ টাকা পর্যন্ত দ্রব্যের মূল্য বা ক্ষতিপূরণের মামলা এখানে দায়ের করা যায়। ভারতে বর্তমানে ৪৫০ টিরও বেশি জেলায় ক্রেতা সুরক্ষা আদালত রয়েছে।
২) রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা আদালত:-
ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের মধ্যবর্তী স্তরটি হল রাজ্য স্তরের ক্রেতা সুরক্ষা আদালত। রাজ্য স্তরে গঠিত সংস্থাটির নাম রাজ্য কমিশন। রাজ্য স্তরেও তিনজন সদস্য নিয়ে গঠিত হয়। এই আদালতে একজন অবসরপ্রাপ্ত বিচারপতি সভাপতি হিসেবে নিযুক্ত হন। ২০ লক্ষ টাকার উপর ১ কোটি টাকা পর্যন্ত ক্ষতিপূরণের দাবি জানিয়ে এই আদালতে মামলা দায়ের করা যায়।
৩) জাতীয় ক্রেতা সুরক্ষা আদালত:-
ত্রিস্তর বিশিষ্ট ক্রেতা আদালতের সর্বোচ্চ স্তরটি হল জাতীয় স্তর। এই স্তরের আদালতের নাম হলো জাতীয় কমিশন। জাতীয় ক্রেতা আদালত জাতীয় স্তরে কাজ করে। এই ক্রেতা আদালত জাতীয় স্তরে কাজ করে। এই ক্রেতা আদালত পাঁচ জন সদস্য নিয়ে গঠিত হয়। এর মধ্যে একজন সভাপতি এবং চারজন সদস্য নিযুক্ত হন। এক কোটি টাকার বেশি ক্ষতিপূরণের দাবি জানিয়ে জাতীয় কমিশনের মামলা দায়ের করা যায়।
উদ্দেশ্য:-
দেওয়ানী ও ফৌজদারি আদালত থেকে ক্রেতা সুরক্ষা আদালত ভিন্ন প্রকৃতির। এই আদালত গঠনের কয়েকটি উদ্দেশ্য হলো:-
১) কোন বিক্রেতা অসাধু উপায় অবলম্বন করলে।
২) বিক্রেতা ন্যায় মূল্যের বেশি দাবি করলে।
৩) ক্রেতাদের যথাযথভাবে শিক্ষিত করে তুলতে।
৪) ন্যায্য মূল্য নিয়ে সময় উত্তীর্ণ কোন পরিষেবা ক্রেতাকে প্রদান করলে।
ক্রেতা আদালতের ক্ষমতা ও কার্যাবলী:-
১) সকল প্রকার পণ্য ও পরিষেবার ক্ষেত্রে ক্রেতা আদালত কাজ করে। তবে কোন কোন পরিষেবা কেন্দ্র সরকার এই আইনের বাইরে রাখতে পারে। অর্থাৎ ক্রেতা আদালতকে নিজের এলাকার মধ্যে থেকেই কাজ করতে হয়।
২) ক্রেতা আদালতে দেওয়ানী, ফৌজদারী ও ভারতীয় দণ্ডবিধি প্রয়োজনীয় ক্ষমতা দেওয়া হয়েছে। এছাড়া সাক্ষীকে হাজিরা দিতে বলা হয়েছে।
৩) ক্রেতা সুরক্ষা আইনে ২৫ ও ২৭ নং ধারা অনুসারে ক্রেতা আদালতের আদেশ অমান্য করলে অমান্যকারীদের জেল ও জরিমানা দুই-ই হতে পারে।
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Political Science All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো Click Here
প্রশ্নঃ- মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা স্বতন্ত্রী করণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও । উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা কাকে বলে ? এর মূল উদাহরণ গুলি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক ইংরেজি সমস্ত প্রশ্নের উত্তর – HS English All Question And Answer – আরো দেখুন
Bring out the futility of war? Or, discuss the anti war attitude of the poet? – Answer – Click Here
Briefly describe the conversion between the narrator and the girl ? Answer – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত প্রশ্নের উত্তর – HS Bengali All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- “শিকার ” কবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও উত্তর- Click Here
প্রশ্নঃ- “আগুন জললো আবার”- কেন আগুন জলে ছিল ? ” আবার ” কথাটি যোগ হয়েছে কেন ? উত্তর- Click Here
প্রশ্নঃ- “চোখের জলটা তাদের জন্য”- কাদের জন্য ? ঘটনাটি সংক্ষেপে লেখো ? উত্তর- Click Here
প্রশ্নঃ- ” হাতিরবেগের ” প্রথাটি কেমন ছিল ? এই প্রথার অবসান ঘটলো কিভাবে ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর – HS History All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন – লেনিনের তত্ত্বটি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- জাদুঘরের সংজ্ঞা দাও। জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- পলাশী যুদ্ধের কারণ লেখো উত্তর- Click Here
প্রশ্নঃ- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়া আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- সার্ক গঠনের প্রেক্ষাপট উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- চিনের উপর আরোপিত বিভিন্ন অসাম চুক্তি গুলি বর্ণনা দাও উত্তর- Click Here
শিক্ষাবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Education All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- অনুবর্তন কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত প্রশ্নের উত্তর – HS Philosophy All Question And Answer – আরো দেখুন