
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়া আলোচনা করো।
ভূমিকা:- রাওলাট সত্যাগ্রহকে কেন্দ্র করে পাঞ্জাবি ব্যাপক আন্দোলন গড়ে ওঠে। ১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের নির্মম হত্যাকাণ্ডের মধ্যে দিয়ে পাঞ্জাবের আন্দোলনের চরম পরিণতি ঘটে।
জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের প্রেক্ষাপট:-
i) পাঞ্জাবে অত্যাচার বৃদ্ধি:-
পাঞ্জাবির প্রমুখ গভর্নর মাইকেল ও ডায়াবের অত্যাচারী শাসন পাঞ্জাবকে বারুদের স্তুপে পরিণত করে। জুলুম চালিয়ে যুদ্ধের জন্য পাঞ্জাব থেকে সেনা ও প্রচুর অর্থ সংগ্রহ করা এবং বিদ্রোহ প্রতিরোধ করা পাঞ্জাবিদের উপর চরম নির্যাতন, বঞ্চনার প্রতিবাদে পাঞ্জাবের মানুষ প্রবল ব্রিটিশ বিরোধী হয়ে ওঠে।
ii) রাওলাট আইনের প্রয়োগ:-
ভারতীয়দের স্বাধীনতা ও সাধারণ অধিকার কেড়ে নেয়ার জন্য ব্রিটিশ সরকার ১৯১৯ খ্রিস্টাব্দে কুখ্যাত রাওলাট আইন প্রবর্তন করলেও সমগ্র দেশবাসী এই আইনের বিরুদ্ধে ক্রুদ্ধ হয়ে ওঠে। ১৯১৯ খ্রিস্টাব্দে মার্চ মাসে এই ক্ষোভ পাঞ্জাবে অগ্নি গর্ব পরিস্থিতির সৃষ্টি করে।
iii) নেতৃবৃন্দের গ্রেপ্তার:-
“People’s Comity” নামক এক গণ সংগঠন লাহোর ও অমৃতসরে রাওলাট আইনের বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তোলে। এই সরকার ১৯১৯ খ্রিস্টাব্দে ১০ই এপ্রিল অমৃতসরের জনপ্রিয় দুই নেতা শরিফ উদ্দিন ও ডক্টর সত্য পালকে গ্রেপ্তার করেন। ফলে জনতা উত্তেজিত হয়ে ওঠেন। অন্যদিকে গান্ধীজীর গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে পরিস্থিতি আরো জটিল হয়ে ওঠে।
iv) অমিত শরের সামরিক শাসন জারি:-
অমৃতসরের আন্দোলন প্রবল হয়ে উঠলে ব্রিগেডিয়ার জেনারেল মাইকেল ও ডায়েরের নেতৃত্বে সামরিক বাহিনীর হাতে অমৃতসরের শাসনভার তুলে দেওয়া হয়। ডায়ার ১১ই এপ্রিল সেই শহরে সমস্ত জনসভা ও সমাবেশ নিষিদ্ধ করে দেন। যার ফলে পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করে।

* গুরুত্ব বা প্রতিক্রিয়া:-
১৯১৯ খ্রিস্টাব্দে ১৩ই এপ্রিল জালিয়ানওয়ালাবাগের বর্বরাচিত হত্যাকান্ডের গুরুত্ব হলো অপরিসীম। এই হত্যাকান্ডে সারাদেশ স্থগিত হয়ে যায়। এবং হত্যাকান্ডের প্রতিক্রিয়া হিসেবে ভারতীয়দের ইংরেজদের প্রতি ঘৃণা বহুগুণ বৃদ্ধি হয়। নির্মম ও নৃশংস এই হত্যাকাণ্ডের গুরুত্ব নির্ণলিখিত ভাবে আলোচনা করা হলো।:-
i) এই নির্লজ্জ ও নির্মম হত্যাকান্ডের প্রতিবাদে সমগ্র ভারত বর্ষ উত্তাল হয়ে ওঠে এবং ভারতীয়দের তীব্র ধিক্কার ধ্বনিত হয়।
ii) প্রচন্ড দুঃখে ও খুবই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরে ইংরেজ সরকারের ‘ নাইট ‘ উপাধি ত্যাগ করেন।
iii) গান্ধীজি তার ইয়ং ইন্ডিয়া পত্রিকায় লিখেছেন ” cannot be manded, it must be ended ‘
iv) সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় বলেছেন ” জালিয়ানওয়ালাবাগের বীভৎস ঘটনা সমগ্র ভারতে মহাযুদ্ধের হোমশিখা প্রজ্জ্বলিত করেছিল।
v) ইংরেজ রাজনীতিবিদ উইনস্টন চার্চিল বলেছেন ” ব্রিটিশ রাজত্বে পৃথিবীর অন্য কোথাও জালিয়ানওয়ালাবাগের মতো পাশবিক হত্যাকান্ড আর ঘটেনি”।
উপসংহার:-
পরিশেষে উল্লেখ্য যে ভারতীয়দের তীব্র প্রতিবাদ ও সমালোচনার সত্ত্বেও সরকার নীতি শিকার করেনি। কিংবা রাও লাইট আইন প্রত্যাহার করে নেয়নি। কংগ্রেস সরকারের ওপর আস্থা হারিয়ে হত্যাকাণ্ডের একটি তদন্ত কমিটি গঠন করে। এই কমিটি ডায়ারকে হত্যাকান্ডের জন্য দোষী করে এবং সরকারকে শাস্তির সুপারিশ জানায়। শেষ পর্যন্ত জন রোজ থেকে রক্ষা পাওয়ার জন্য মাইকেল ও ডায়ারকে ইংল্যান্ডে ফিরিয়ে আনা হয়।
জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের – MCQ বা FAQ
প্রশ্ন:- জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় ছিলেন ?
উত্তর:- লর্ড চেমসফোর্ড ।
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ হত্যাকান্ডের নির্দেশ কে দেন ?
উত্তর:- জেনারেল ডায়ার প জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভকারীদের উপর গুলি চালানোর নির্দেশ দেন।
প্রশ্ন:- জালিয়ান ওয়ালাবাগ হত্যাকান্ড কবে কার নেতৃত্বে ঘটেছিল ?
উত্তর:- 1919 খ্রিস্টাব্দে ১৩ এপ্রিল ব্রিগেডিয়ার রেগিনল্ড ডায়ারের নির্দেশে ঘটেছিল।
প্রশ্ন:- জালিয়ানওয়ালাবাগ শহরটি কোথায় অবস্থিত ?
উত্তর:- ভারতের পাঞ্জাব রাজ্যের অমিতসর শহরে এটি অবস্থিত।
প্রশ্ন:- জেনারেল ডায়ার কে কে হত্যা করেন ?
উত্তর:- উধম সিং ১৩ ই মার্চ ১৯৪০ খ্রিস্টাব্দে জেনারেল দায়ার কে হত্যা করেন।
প্রশ্ন:- উধাম সিং কে ছিলেন ?
উত্তর:- উধম সিং ছিলেন জালিয়ানবাগ হত্যাকাণ্ডের স্বাধীনতা সংগ্রামী।
উচ্চমাধ্যমিক ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর – HS History All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন – লেনিনের তত্ত্বটি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- জাদুঘরের সংজ্ঞা দাও। জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- পলাশী যুদ্ধের কারণ লেখো উত্তর- Click Here
প্রশ্নঃ- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়া আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- সার্ক গঠনের প্রেক্ষাপট উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- চিনের উপর আরোপিত বিভিন্ন অসাম চুক্তি গুলি বর্ণনা দাও উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক ইংরেজি সমস্ত প্রশ্নের উত্তর – HS English All Question And Answer – আরো দেখুন
Bring out the futility of war? Or, discuss the anti war attitude of the poet? – Answer – Click Here
Briefly describe the conversion between the narrator and the girl ? Answer – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত প্রশ্নের উত্তর – HS Bengali All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- “শিকার ” কবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও উত্তর- Click Here
প্রশ্নঃ- “আগুন জললো আবার”- কেন আগুন জলে ছিল ? ” আবার ” কথাটি যোগ হয়েছে কেন ? উত্তর- Click Here
প্রশ্নঃ- “চোখের জলটা তাদের জন্য”- কাদের জন্য ? ঘটনাটি সংক্ষেপে লেখো ? উত্তর- Click Here
প্রশ্নঃ- ” হাতিরবেগের ” প্রথাটি কেমন ছিল ? এই প্রথার অবসান ঘটলো কিভাবে ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Political Science All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো Click Here
প্রশ্নঃ- মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা স্বতন্ত্রী করণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও । উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা কাকে বলে ? এর মূল উদাহরণ গুলি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Education All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- অনুবর্তন কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত প্রশ্নের উত্তর – HS Philosophy All Question And Answer – আরো দেখুন