
প্রশ্নঃ- পলাশী যুদ্ধের কারণ লেখো
উত্তর:- 1756 খ্রিস্টাব্দে এপ্রিল মাসে আলীবর্দী খাঁ ও পুত্রক অবস্থায় মৃত্যু হলে তার কনিষ্ঠ কন্যা আমিনা বেগমের পুত্র সিরাজউদ্দৌলা বাংলার সিংহাসনে বসেন। মাতামহের স্নেহ ছায়ায় প্রতিপালিত রাজনৈতিক অভিজ্ঞতা শূন্য তরুণ নবাব ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির মধ্যে অল্প কালের মধ্যে অসন্তোষ ও বিরোধ শুরু হয়। সঙ্গে ইংরেজ কোম্পানির বিরোধ ও অসন্তোষের জন্য কোম্পানির কর্মচারীরা ও ইংরেজ ঐতিহাসিকরা সিরাজকেই দায়ী করেন। এই বিষয়ে তাদের কথা ছিল সিরাজ স্বৈরাচারী, ধ্রুম্বিক। অপরপক্ষে সমকালীন তথ্যাবলী এই সম্পর্কে ভিন্ন সম্পর্ক করে তুলে। নিম্নে সিরাজির সঙ্গে কোম্পানির বিরোধের কারণগুলি বিস্তারিতভাবে আলোচনা করা হলো –
সিরাজ – উদ্দৌলার সঙ্গে বিরোধের কারণ:-
মুর্শিদাবাদের নবাবী সিংহাসনে বসার পর ইংরেজদের সঙ্গে সিরাজউদ্দৌলার অতি দ্রুত সম্পর্কের অবনতি ঘটে এবং বিরোধ শুরু হয়। এই বিরোধের বিভিন্ন কারণ ছিল। যেমন-
১) আনুগত্য দানের বিলম্ব:-
সিরাজ বাংলার নবাবী সিংহাসনে বসলে প্রথা অনুযায়ী নবাবের প্রতি অনুগত্য জানিয়ে ফরাসি, অলন্দাজ প্রভৃতি জাতি গুলির উপচৌকণ পাঠালেও ইংরেজরা ইচ্ছে করে উপচৌকণ পাঠাতে দেরি করে। এতে সিরাজ অপমানিত হন।
২) ষড়যন্ত্রের সংবাদ:-
সিরাজের কাছে খবর আসে যে ইস্ট ইন্ডিয়া কোম্পানি সিরাজের বিরুদ্ধে ঘসেটি বেগম ও সৈকত জাহাঙ্গীর সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত আছে এবং তাকে সরিয়ে নিজেদের কাউকে সিংহাসনে বসানোর পরিকল্পনা করছে।
কৃষ্ণ দাসকে আশ্রয়:- সিরাজ ঘসেটি বেগমের প্রিয় পুত্র ঢাকার দেওয়ান রাজকন্যাকে রাজস্বের সঠিক হিসাব ও নবাবের প্রাপ্য অর্থ সহ মুর্শিদাবাদের হাজির হওয়ার নির্দেশ দেন। কিন্তু আর্থিক তরছরূপের দায়ে অভিযুক্ত রাজবল্লভ নবাব কে হিসাব ও প্রাপ্য অর্থ না দিয়ে তার পুত্র কৃষ্ণ দাস কে ধন রত্ন ও আত্মীয়-স্বজনসহ কলকাতায় ইংরেজদের আশ্রয়ের পাঠিয়ে দেন। ইংরেজরা নবাবের নির্দেশ উপেক্ষা করে কৃষ্ণ বল্লভকে নবাবের হাতে ফেরত না দিয়ে তাকে কলকাতায় আশ্রয় দেয়। এই ঘটনায় সিরাজ প্রচন্ড ক্রুদ্ধ হন।
৩) দুর্গ নির্মাণ:-
দক্ষিণাত্য যুদ্ধের অজুহাতে ইংরেজ ও ফরাসি উভয় পক্ষেই বাংলায় দুর্গ নির্মাণ শুরু করে। সিরাজের নির্দেশ অনুসারে ফরাসিরা দুর্গ নির্মাণ বন্ধ করলেও ইংরেজরা নবাবের নির্দেশকে বারংবার অমান্য করে।
দস্তকের প্রশ্ন:- আগের থেকেই কোম্পানির কর্মচারীরা দস্তকের অপব্যবহার করে নিজেদের ব্যক্তিগত ব্যবসায় তা ব্যবহার করতে থাকে। এমনকি কোম্পানির কর্মচারীরাও বাংলার অভ্যন্তরীণ বাণিজ্যেও অংশ নিতে থাকে। এমনকি সিরাজ এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানালেও কোম্পানি তাতে মোটেই কর্ণপাত করেনি।
8) নারায়ন দাসকে অপমান:-
কলকাতায় ইংরেজদের দুর্গ নির্মাণ বন্ধ করা ইংরেজদের বিনাশুলকে বাণিজ্য কৃষ্ণ দাসকে আশ্রয় দান প্রভৃতি বিষয়ে আলোচনার উদ্দেশ্যে সিরাজ তার দ্রুত নারায়ণ দাস কে কলকাতায় ইংরেজদের কর্তৃপক্ষের কাছে পাঠান।। কিন্তু ইংরেজরা তাকে গুপ্তচর ঘোষণা করে এবং অপমান করে কলকাতা থেকে তাড়িয়ে দেয়।
৫) সিরাজ কর্তৃক কলকাতা অভিযান:-
নবাব সিরাজউদ্দৌলা, বিভিন্ন ঘটনায় ইংরেজদের উপর ক্ষুদ্ধ হয় তাদের শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নেন।
৬) কলকাতা দখল অভিযান:-
সিরাজ ইংরেজদের কাশিমবাজার কুঠি দখল ( ৪ জুন ১৭৫৬ খ্রি: ) করে কলকাতা অভিযানে অগ্রসর হন। তিনি ২৩ জুন ১৭৬৫ খ্রি:) ফোর্ট উইলিয়াম দুর্গ সহ কলকাতা দখল করেন।
৭) অন্ধকূপ হত্যা:-
হল অয়েল নামক ইংরেজ কর্মচারী উল্লেখ করেছেন যে, ২৯ জুন নবাবের নির্দেশে কলকাতায় বন্দি ১৪৬ জন ইংরেজ-০ কে ১৪ ফুট লম্বা ও ১০ ইঞ্চি চওড়া একটি ছোট ঘরে আটকে রাখা হয়। পরদিন সকালে দেখা যায় যে বন্ধুদের মধ্যে ১৩০ জন শ্বাসবন্ধ হয়ে মারা গেছে। এই ঘটনা ইতিহাসে ”অন্ধকূপ হত্যা” নামে পরিচিত।
৮) আলিনগরের সন্ধি:-
কলকাতায় ইংরেজদের পতনের খবর মাদ্রাজে পৌছালে ইংরেজ সেনাপতি রবার্ট ক্লাইভ ও অ্যাডমিরাল ওয়াটসন এর নেতৃত্বে একটি নৌবাহিনী আসে। তারা মানিক চাঁদকে উৎকোচ দিয়ে খুব সহজেই কলকাতা পূর্ণ দখল করে (২ জানুয়ারি ১৭৫৭ খ্রিস্টাব্দে) । এরপর সিরাজ পুরনায় কলকাতায় অভিযান করে। কিন্তু ইতিমধ্যে সিরাজের দরবারে অনেকেই ইংরেজদের সঙ্গে গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। সংকটে পরে সিরাজ কয়েকদিনের যুদ্ধের পর আলীগড়ের সন্ধি গোপন ষড়যন্ত্রে লিপ্ত হন। সংকটে পরে সিরাজ কয়েক দিনের যুদ্ধের পর আলীগড় এর সন্ধি স্বাক্ষরের বাধ্য হন ( ৯ ফেব্রুয়ারি ১৭৫৭ খ্রিস্টাব্দে) । এই সন্ধির শর্তানুসারে ইংরেজরা বিনাশুলকে বাণিজ্য কলকাতায় দুর্গ নির্মাণ ও নিজ নামংকিত মুদ্রা প্রচলন এর অধিকার পায়।
৯) পলাশীর যুদ্ধ:-
আলীগড় এর সন্ধি স্বাক্ষরের কিছুকাল পর ইংরেজ সেনাপতি ক্লাইভ ফরাসি ঘাঁটি চন্দননগর দখল করে (23 শে মার্চ ১৭৫৭ খ্রি:) বাংলায় ফরাসিদের অধিপত্য প্রতিষ্ঠার জন্য নিজেদের হাতে পুতুল কোন শাসকের মুর্শিদাবাদের সিংহাসনে বসানো দরকার। মুর্শিদাবাদের বহু বিশিষ্ট ব্যক্তি যেমন- রায় দুর্লভ, রাজবল্লভ, জগত শোধ, ইয়াদ লতিফ, উমিচাঁদ, মীরজাফর, প্রমুখ সিরাজের উপর ক্রুদ্ধ হয়ে তাকে সিংহাসন চ্যুত করার উদ্দেশ্যে ইংরেজদের সঙ্গে গোপনে ষড়যন্ত্রে লিপ্ত হন। স্থির হয় যে সিরাজ কে সরিয়ে মীরজাফরকে সিংহাসনে বসানোর ক্ষেত্রে ইংরেজরা সহায়তা করবে। বিনিময়ে কোম্পানি বাংলায় বিভিন্ন সুবিধা লাভ করবে।
১০) পলাশী যুদ্ধের ফলাফল:-
হতাহতের সংখ্যা ও ব্যাপকতার দিক থেকে বিচার করলে পলাশীর যুদ্ধ ছিল একটি খণ্ড যুদ্ধ এবং কয়েকটি কামানোর লড়াই মাত্র। প্রকৃতপক্ষে পলাশীর যুদ্ধ ছিল যুদ্ধের প্রহসন মাত্র। ঐতিহাসিক ম্যালসনের মতে ” Poiassy through decision, can never be consider a great battle”। অন্যদিকে রমেশ চন্দ্র মজুমদার বলেন ” পলাশীর যুদ্ধ ভারতে ব্রিটিশদের ভাগ্য নির্ধারণ করে দেয়।এই যুদ্ধের ফলে –
১) পূর্ব শর্ত অনুসারে মীরজাফরকে বাংলার সিংহাসনে বসানো হয় এবং তিনি ইংরেজদের হাতের পুতুলে পরিণত হন।
২) ঐতিহাসিক মার্শালের মতে, পলাশীর যুদ্ধের পর সম্পদ নির্মাণের একটি নিলজ্জ অধ্যায় শুরু হয়।
৩) পলাশীর যুদ্ধের পরে ইংরেজদের প্রভাব ও প্রতিপত্তি বৃদ্ধি পায়। এই যুদ্ধের ফলে ভারত জয়ের পথ সুগম হয়।
৪) পলাশীর যুদ্ধের ফলে ইংরেজরা একচেটিয়া বাণিজ্যের অধিকার লাভ করেন।
৫) যদুনাথ সরকারের মতে, পলাশীর যুদ্ধের পর বাংলায় নবজাগরণের সূচনা ঘটে এবং আধুনিকতা সূত্রপাত ঘটে।
উচ্চমাধ্যমিক ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর – HS History All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন – লেনিনের তত্ত্বটি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- জাদুঘরের সংজ্ঞা দাও। জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- পলাশী যুদ্ধের কারণ লেখো উত্তর- Click Here
প্রশ্নঃ- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়া আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- সার্ক গঠনের প্রেক্ষাপট উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- চিনের উপর আরোপিত বিভিন্ন অসাম চুক্তি গুলি বর্ণনা দাও উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক ইংরেজি সমস্ত প্রশ্নের উত্তর – HS English All Question And Answer – আরো দেখুন
Bring out the futility of war? Or, discuss the anti war attitude of the poet? – Answer – Click Here
Briefly describe the conversion between the narrator and the girl ? Answer – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত প্রশ্নের উত্তর – HS Bengali All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- “শিকার ” কবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও উত্তর- Click Here
প্রশ্নঃ- “আগুন জললো আবার”- কেন আগুন জলে ছিল ? ” আবার ” কথাটি যোগ হয়েছে কেন ? উত্তর- Click Here
প্রশ্নঃ- “চোখের জলটা তাদের জন্য”- কাদের জন্য ? ঘটনাটি সংক্ষেপে লেখো ? উত্তর- Click Here
প্রশ্নঃ- ” হাতিরবেগের ” প্রথাটি কেমন ছিল ? এই প্রথার অবসান ঘটলো কিভাবে ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Political Science All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো Click Here
প্রশ্নঃ- মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা স্বতন্ত্রী করণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও । উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা কাকে বলে ? এর মূল উদাহরণ গুলি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Education All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- অনুবর্তন কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত প্রশ্নের উত্তর – HS Philosophy All Question And Answer – আরো দেখুন