
প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো।
উত্তরঃ-
ভূমিকা:- ১৯৪৭ খ্রিস্টাব্দে ভারতবর্ষ বিভাজিত হয়ে ভারত ও পাকিস্তান নামে দুটি রাষ্ট্রের সৃষ্টি হয়। ভারত বিভাগের সূত্রে বঙ্গপ্রদেশেও বিখণ্ডিত হয় হিন্দু সংখ্যা গরিষ্ঠ পশ্চিমবঙ্গ ভারতের অন্তর্গত এবং পূর্ববঙ্গ পাকিস্তানের অন্তর্গত। পূর্ববঙ্গে মুসলিম সম্প্রদায় মোহাম্মদ আলী জিন্নাহ কে জাতির পিতা হিসেবে শিক্ষার করে সেদিন আনন্দে উল্লাসিত হয়েছিল। কিন্তু স্বাধীনতা লাভের পরবর্তী তিন চার বছরের মধ্যেই পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে পূর্ব পাকিস্তানের মানুষ বিভিন্ন কারণে ক্ষুব্ধ হয়ে ওঠে। শুরু হয় পশ্চিম পাকিস্তান বিরোধী মুক্তি যুদ্ধ।
স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠাতার প্রেক্ষাপট:- পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে তীব্র আন্দোলনের ফলে পূর্ববঙ্গ 1971 খ্রিস্টাব্দে পশ্চিম পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হয়ে সার্বভৌম স্বাধীন বাংলাদেশের রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশের প্রেক্ষাপট হিসেবে বিভিন্ন ঘটনা কার্যকারী ভূমিকা পালন করেছিল।এগুলি হল-
অর্থনৈতিক শোষণ:-
দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে সংখ্যাগরিষ্ঠ পূর্ববঙ্গের জনগণ পূর্ববঙ্গের পাকিস্তানের অন্তর্গত হলেও তাদের বিমাতৃ সুলভ আচরণ করা হয়। স্বাধীনতার পর থেকেই পূর্ববঙ্গের মানুষেরা তাদের উপর অর্থনৈতিক শোষণ চালাতে থাকে। পূর্ববঙ্গের শিল্পায়ন না ঘটিয়ে সরকার এখানকার কৃষিপণ্য ও প্রাকৃতিক সম্পদের সহায়তায় পশ্চিম পাকিস্তানের শিল্পের প্রসার ঘটায়।
রাজনৈতিক বঞ্চনা:- পূর্ববঙ্গের বাঙালিরা তীব্র রাজনৈতিক বঞ্চনার শিকার হয়। পশ্চিম পাকিস্তানে বেশি জনসংখ্যা থাকলে পূর্ববঙ্গে সমস্ত সরকারি ক্ষমতাচ্যুত করে রাখে। পূর্ব পাকিস্তানের কোনো নেতাকে তারা পাকিস্তানে প্রধানমন্ত্রী করবেন না।
রাষ্ট্রভাষা উর্দু:-
১৯৪৮ খ্রিস্টাব্দে দেখা যায়, পূর্ব পাকিস্তানি ৯৮.১৬ শতাংশ মানুষ বাংলা ভাষায় কথা বলতো। আর পশ্চিম পাকিস্তান থেকে সমগ্র জনসংখ্যার ৫৬.৪০ শতাংশ মানুষ বাংলায় কথা বলতো। পূর্ববঙ্গের উর্দু ভাষার জন সংখ্যা কম ছিল। তবুও তাদের উর্দু ভাষা ব্যবহার করতেই হবে এবং এই ভাষা তাদের উপর ঝাপিয়ে দেয়। ” ঘোষণা করেন যে- যারা উর্দুকে রাষ্ট্রভাষার বিরোধিতা করে তারা পাকিস্তানের সুত্রু”।
বাঙালির ক্ষোভ:-
পূর্ববঙ্গে বাংলাভাষী মানুষের উপর অনৈতিকভাবে উর্দু ভাষা চাপিয়ে দিয়ে বাংলা ভাষাকে ধ্বংস করার জন্য নেমে পড়ে। বাংলা ভাষাকে রক্ষার উদ্দেশ্যে তারা পাকিস্তান সরকারের বিরুদ্ধে আন্দোলনে নেমে পড়ে।
শেখ মুজিবর এর ভূমিকা:-
১৯৫৪ খ্রিস্টাব্দে নাগাদ আওয়ামী লীগ কয়েকটি শূদ্র দলের সঙ্গে মিলিত হয়ে মুক্তফ্রন্ট গঠন করে। আঞ্চলিক স্বায়ত্বশাসনের দাবিতে আওয়ামী লীগের নেতা শেখ মুজিবুর রহমান আন্দোলন শুরু করলে মুজিবুর সহ লীগের প্রধান কয়েকজন নেতাকে গ্রেফতার করে তাদের ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়।

গণহত্যা:-
স্বাধীন বাংলাদেশের দাবিতে পূর্ববঙ্গের মানুষ শেখ মুজিবরের নেতৃত্বে তীব্র আন্দোলনে ঝাঁপিয়ে পড়লে পাকিস্তানি সেনাবাহিনীও পূর্ববঙ্গের মানুষের উপর ঝাঁপিয়ে পড়ে। তারা ২৬৭ দিন ধরে হত্যালীলা চালায়। খুলনায় দেড় লক্ষ, ঢাকায় এক লক্ষ, চট্টগ্রামে এক লক্ষ, কুমিল্লায় ৯৫ হাজার মানুষ নিহত হয়।
ভারতের ভূমিকা:-
মুক্তি সংগ্রামের সময় পাকবাহিনী পূর্ববঙ্গের ব্যাপক হারে গনহত্যা চালায়। ভারতবর্ষ ও সেনা বাহিনী দিয়ে পূর্ববঙ্গের মুক্তিযোদ্ধাদের সহায়তায় এগিয়ে আসে। অবশেষে ভারত ১৩ ই ডিসেম্বর পূর্ববঙ্গে হাজার পাক সেনাকে বন্দী করে।
পাক বাহিনীর আত্মসমর্পণ:-
ভারতীয় সেনাবাহিনী পূর্ববঙ্গের মুক্তিবাহিনী আক্রমণে পাক সৈন্যবাহিনী বিপর্যস্ত হয়ে পড়ে। শেষ পর্যন্ত পাকবাহিনীর সেনাপ্রধান জেনারেল এ. এ. কে নিয়াজী ৯৩ হাজার সৈন্যসমৃদ্ধ ১৬ই ডিসেম্বর ভারতীয় জেনারেল জগজিৎ সিং কাছে আনুষ্ঠানিকভাবে আত্মসমর্পণের দলিলের স্বাক্ষর করেন। ১৬ই ডিসেম্বর বাংলাদেশের বিজয় দিবস হিসেবে পালিত হয়।
উচ্চমাধ্যমিক ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর – HS History All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- উপনিবেশবাদ ও সাম্রাজ্যবাদ বিষয়ে হবসন – লেনিনের তত্ত্বটি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- জাদুঘরের সংজ্ঞা দাও। জাদুঘরের উদ্দেশ্য কার্যাবলী এবং গুরুত্ব আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- পলাশী যুদ্ধের কারণ লেখো উত্তর- Click Here
প্রশ্নঃ- জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড ও তার প্রতিক্রিয়া আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- পঞ্চাশের মন্বন্তরের কারণ ও ফলাফল আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- সার্ক গঠনের প্রেক্ষাপট উদ্দেশ্য ও গুরুত্ব আলোচনা করো উত্তর- Click Here
প্রশ্নঃ- চিনের উপর আরোপিত বিভিন্ন অসাম চুক্তি গুলি বর্ণনা দাও উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক ইংরেজি সমস্ত প্রশ্নের উত্তর – HS English All Question And Answer – আরো দেখুন
Bring out the futility of war? Or, discuss the anti war attitude of the poet? – Answer – Click Here
Briefly describe the conversion between the narrator and the girl ? Answer – Click Here
উচ্চমাধ্যমিক বাংলা সমস্ত প্রশ্নের উত্তর – HS Bengali All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- “শিকার ” কবিতায় যে দুটি ভোরের কথা বলা হয়েছে তার বর্ণনা দাও উত্তর- Click Here
প্রশ্নঃ- “আগুন জললো আবার”- কেন আগুন জলে ছিল ? ” আবার ” কথাটি যোগ হয়েছে কেন ? উত্তর- Click Here
প্রশ্নঃ- “চোখের জলটা তাদের জন্য”- কাদের জন্য ? ঘটনাটি সংক্ষেপে লেখো ? উত্তর- Click Here
প্রশ্নঃ- ” হাতিরবেগের ” প্রথাটি কেমন ছিল ? এই প্রথার অবসান ঘটলো কিভাবে ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Political Science All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- ভারতীয় বিচার ব্যবস্থার বৈশিষ্ট্য গুলি আলোচনা করো Click Here
প্রশ্নঃ- মুখ্যমন্ত্রীর ক্ষমতা ও পদমর্যাদা আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্রেতা সুরক্ষা আদালত সম্পর্কে আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের সুপ্রিম কোর্টের ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- উদারনীতিবাদ কাকে বলে ? উদারনীতিবাদের বৈশিষ্ট্য লেখো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা স্বতন্ত্রী করণ নীতির পক্ষে ও বিপক্ষে যুক্তি দাও । উত্তর- Click Here
প্রশ্নঃ- ক্ষমতা কাকে বলে ? এর মূল উদাহরণ গুলি আলোচনা করো। উত্তর- Click Here
প্রশ্নঃ- ভারতের রাষ্ট্রপতির ক্ষমতা ও কার্যাবলী আলোচনা করো ? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক শিক্ষাবিজ্ঞান সমস্ত প্রশ্নের উত্তর – HS Education All Question And Answer – আরো দেখুন
প্রশ্নঃ- অনুবর্তন কাকে বলে ? শিক্ষা ক্ষেত্রে প্রাচীন অনুবর্তন এর গুরুত্ব লেখো? উত্তর- Click Here
উচ্চমাধ্যমিক দর্শন সমস্ত প্রশ্নের উত্তর – HS Philosophy All Question And Answer – আরো দেখুন