মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো । সংজ্ঞা, আঁকার, দৃষ্টান্তের সুবিধা ( দুটি ) ও অসুবিধা ( দুটি ) লেখো।

মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো । সংজ্ঞা, আঁকার, দৃষ্টান্তের সুবিধা ( দুটি ) ও অসুবিধা ( দুটি ) লেখো।
মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো । – HS Philosophy Question & Answer
WhatsApp Channel Join Now

 

প্রশ্ন:- মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো । সংজ্ঞা, আঁকার, দৃষ্টান্তের সুবিধা ( দুটি ) ও অসুবিধা ( দুটি ) লেখো।

সংজ্ঞা:- তর্ক বিজ্ঞানী মিল ( Mill) অন্বয়ী পদ্ধতির সূত্রটি কে যে ভাবে উপস্থাপিত করেছে, ” আলোচ্য কোনো অনুসন্ধানমূলক ঘটনার দুই বা ততোধিক দৃষ্টান্তের যদি অন্য একটি ব্যাপক সর্বদাই তাহলে বুঝতে হবে যে ওই ব্যাপারটি বিচার্য ঘটনার কারণ বা কার্য বলে বিবেচিত।

         ¤ পূর্ববতী ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোন অংশকে বাদ দিলেও কার্যটি যদি ঘটে, তাহলে অংশটি কার্যের পাশ্চাত্যের কারণ নয়। কোন ঘটনার উপস্থিতি যদি কার্যের উপস্থিতি ঘটায় তাহলে ঘটনার সঙ্গে কার্যের উপযুক্ত সম্পর্ক রয়েছে। উভয়ই কার্যকারণ সম্পর্কে আবদ্ধ।

আকার:-

পূর্ববতী ঘটনার (কারণ) অনুবর্তী ঘটনার (কার্য)
ABCD abcd
ABDEabdc
AFMPafmp

A হল এর কারণ, অথবা a হলো A কার্য

দৃষ্টান্ত:-

পূর্ববতী ঘটনার (কারণ) অনুবর্তী ঘটনার (কার্য)
মশারকামড় + পচাজল + দুর্গন্ধম্যালেরিয়া + সর্দি + ঝিমুনি
মশারকামড় + পরিষ্কার জল + আবহাওয়াম্যালেরিয়া + মাথা ধরা + অনুৎ সাহ
মশার কামড় + গরম আবহাওয়া + কীটনাশক স্প্রেম্যালেরিয়া + কাশি + সর্দি

 ∴ মশার কামড়ই হল ম্যালেরিয়া জ্বরের কারণ

অন্বয়ী পদ্ধতির সুবিধা:-

প্রথমত:- অন্বয়ী পদ্ধতি মূলত পর্যবেক্ষণ নির্ভর পদ্ধতি যে সমস্ত ক্ষেত্রে পরিবেক্ষণের কোন সুযোগ নেই সেই সমস্ত ক্ষেত্রে পর্যবেক্ষণের সাহায্যে মিলের অন্বয়ী পদ্ধতি প্রয়োগ করে। দুটি ঘটনার মধ্যে কার্যকারণ সম্পর্ক আবিষ্কার করা সম্ভব। যেমন- ভূমিকম্পন, বন্যা, মহামারী, প্রভৃতি ঘটনার ক্ষেত্রে কার্যকারণ সমবদ্ধ নির্ণয়ের জন্য যে সমস্ত দৃষ্টান্ত সংগ্রহের প্রয়োজন সেই সমস্ত দৃষ্টান্ত বিশেষ ধরনের হতে পারে এমন কোন কথা নেই। সেই জন্য পর্যবেক্ষণের সাহায্যে অন্বয়ী পদ্ধতি দৃষ্টান্ত করা সহজ।

দ্বিতীয়তঃ:- মিলের অন্বয়ী পদ্ধতির পরিধি অত্যন্ত ব্যাপক। এই পদ্ধতি পর্যবেক্ষণ নির্ভর হয় পর্যবেক্ষণের সমস্ত সুবিধাই অন্বব্যায়ী পদ্ধতির মধ্যে লক্ষ্য করা। জগতের সমস্ত ক্ষেত্রেই অন্বয়ী পদ্ধতি কাজ করতে পারে। তাছাড়া এই পদ্ধতির দ্বারা যেমন- কার্য থেকে কারণ এর সন্ধান পাওয়া যায় তেমনি কারণ থেকে কার্যের ও আবিষ্কার করা যায়।

মিলের অন্বয়ী অসুবিধা:-

প্রকৃতিগত অসুবিধা:- বহু কারণ সম্ভাবনার দ্বারায় অন্বয়ী পদ্ধতি ব্যর্থ হয়ে যেতে পারে। অন্বব্যায়ী পদ্ধতির গঠন প্রকৃতির মধ্যে বহু কারণের সম্ভাবনা থাকায় একে অন্বয়ী পদ্ধতি প্রকৃতিগত ত্রুটি বলা হয়।

যেমন:-

তিনটি প্রাণীকে জলের সঙ্গে তিন রকম বিষ মিশিয়ে খেতে দেওয়া হল এবং প্রতিটি ক্ষেত্রেই তাদের মৃত্যু হলো। এখানে পূর্ববর্তী ঘটনা হিসেবে সবকটি ক্ষেত্রেই জল উপস্থাপিত আছে এবং পরবর্তী ঘটনা হিসেবে প্রতিটি ক্ষেত্রে ই মৃত্যু উপস্থিত আছে। যদি সিদ্ধান্ত করা যায় জলেই মৃত্যুর কারণ। তাহলে অনুমানটি ভ্রান্ত হবে।

ব্যবহারিক দোষ:-

অন্বয়ী পদ্ধতির পর্যবেক্ষণ নির্ভর হয় অনেক সময় যেসব পূর্ববতী ঘটনা পর্যবেক্ষণ করে কারণ সম্পর্কে সিদ্ধান্ত করা উচিত তাদের সব গুলিকেই পর্যবেক্ষণ করা হয়েছে। এমন নিশ্চয়তা পাওয়া যায় না, ফলে যাকে কারণ বলা হচ্ছে তা প্রকৃত কারণ নাও হতে পারে। এমনও হতে পারে যে, পূর্ববতী ঘটনাটি প্রকৃতি কারণ, তা হয়তো আমাদের পর্যবেক্ষণে ধরা পড়েনি। এরূপ ক্ষেত্রে অপর্যবেক্ষণ জনিত দোষ ঘটে। আবার আমাদের পর্যবেক্ষণ অনেক সময় ভ্রান্ত হয়। ফলে সিদ্ধান্তটি ভ্রান্ত হবে। এরূপ ক্ষেত্রে ভ্রান্ত পর্যবেক্ষণ জনিত দোষ ঘটে। সুতরাং ও পর্যবেক্ষণ ও ভ্রান্ত পর্যবেক্ষণ অন্বব্যায়ী পদ্ধতির প্রয়োগকে ব্যর্থ করে দেয়। যেমন- ম্যালেরিয়া জ্বরের কারণ অনুসন্ধান করতে গিয়ে প্রকৃত কারণ অ্যানোফিলিস মশার ধ্বংসনই হয় তো পর্যবেক্ষণ থেকে বাদ পড়ে গেলো। অথবা সর্বক্ষেত্রেই পূর্ববর্তী ঘটনা হিসেবে পচা জল দুর্গন্ধ, স্বাস্থ্যর সাথে আবহাওয়া পর্যবেক্ষণ করে তবে ম্যালেরিয়ার কারণ বলে সিদ্ধান্ত করা হলো।

উচ্চমাধ্যমিক দর্শন  সমস্ত প্রশ্নের উত্তর – HS Philosophy All Question And Answer – আরো দেখুন

প্রশ্ন:-অন্বয়ী ব্যতিরিকি পদ্ধতি আলোচনা করো। ( সংজ্ঞা, আঁকার দৃষ্টান্ত , দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো।Click here

উচ্চমাধ্যমিক ইতিহাসের সমস্ত প্রশ্নের উত্তর – HS History All Question And Answer – আরো দেখুন

প্রশ্নঃ- স্বাধীন বাংলাদেশ গঠনে শেখ মুজিবর রহমানের অবদান আলোচনা করো।Click Here

প্রশ্নঃ- নবজাগরণের চরিত্র বা প্রকৃতি আলোচনা করো ? Click Here

 

মিলের অন্বয়ী পদ্ধতি আলোচনা করো । সংজ্ঞা আঁকার দৃষ্টান্তের সুবিধা ( দুটি ) ও অসুবিধা ( দুটি ) লেখো।

Leave a Comment